বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ক্লাসরুমে অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় কনের সাজে দাঁড়িয়ে আছেন এবং পাশে দাঁড়িয়ে আছেন প্রথম বর্ষের এক ছাত্র। ছাত্রটি সিঁদুর পরিয়ে দিলেন অধ্যাপিকাকে, এবং তাঁর গলায় মালাও পরানো রয়েছে। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। পরে জানা যায়, বিষয়টি ‘ম্যাকাউট’ (রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এর (Makaut University) হরিণঘাটা ক্যাম্পাসের অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপিকাকে ছুটিতে পাঠায় এবং এই ঘটনার পেছনে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠতে থাকে।

এই ইস্যুতে অভিযুক্ত অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি দাবি করেছেন যে, ভিডিওটি একটি ফ্রেশার্স পার্টির অংশ হিসেবে তৈরি করা একটি নাটক ছিল। নাটকটি বিয়ের থিমে ছিল, কিন্তু ভিডিওটি কৌশলে কাটছাঁট করে এবং ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে তাঁর সম্মানহানী হয়েছে। পায়েল আরও জানান, পুরো ঘটনাটি একটি সংগঠিত নাটকীয়তা ছিল, যা একেবারেই বাস্তবের সঙ্গে সম্পর্কিত নয়।

অধ্যাপিকা পায়েল বলেন, ভিডিওর আংশিকভাবে কাটছাঁট করে যে ভাবে উপস্থাপন করা হয়েছে, তা তাঁর চরিত্রহননের উদ্দেশ্যে। তবে, এই দাবি কতটা যুক্তিপূর্ণ, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষও বিষয়টি গভীরভাবে তদন্ত করছে।

 

আরও পড়ুন:Partha Chatterjee: বেসরকারি হাসপাতালেই হবে পার্থর চিকিৎসা

By Sk Rahul

Senior Editor of Newz24hours