শিক্ষক শিক্ষিকাদের বেতন (Increase Salary) বাড়াল রাজ্য। পরের মাস থেকেই তা কার্যকর হতে চলেছে। এসএসকে এবং এমএসকে শিক্ষক শিক্ষিকাদের বেতন বাড়তে চলেছে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে।
কয়েকদিন আগে, এসএসকে এবং এমএসকে-এর শিক্ষকরা বেতন না বাড়ানোর অভিযোগ করেছিলেন। এরপর শিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে বেতন বাড়বে। আর ২০২৫ সালের প্রথম মাসে বেতন বৃদ্ধির ঘোষণা দেওয়া হল। আজ মঙ্গলবার শিক্ষা দফতর এক বিজ্ঞপ্তিতে এই খবর জানায় এবং এই বিজ্ঞপ্তির ভিত্তিতে জানা যাচ্ছে, এখন থেকে এসএসকে এবং এমএসকে শিক্ষকদের বেতন ৩ শতাংশ বৃদ্ধি করা হবে।
এসএসকের শিক্ষকদের বলা হয় সহায়ক এবং শিক্ষিকাদের বলা হয় সহায়িকা। বর্তমানে সহায়ক ও সহায়িকারা বেতন পান ১১ হাজার ২৫৫ টাকা। সেই বেতন বেড়ে হবে ১১ হাজার ৫৯৩ টাকা। মুখ্য সহায়ক ও সহায়িকারা পেতেন ১১ হাজার ৬৩৮ টাকা। এটি বেড়ে হবে ১১ হাজার ৯৮৭ টাকা। অন্যদিকে এমএসকের শিক্ষকদের বলা হয় সম্প্রসারক শিক্ষিকাদের বলা হয় সম্প্রসারিকা। তাঁদের বেতন ১৪ হাজার ৬৩২ টাকা। তা বেড়ে ১৫ হাজার ৭১ টাকা হবে। মুখ্য সম্প্রসারক ও সম্প্রসারিকরা পান ১৫ হাজার ৭৫৮ টাকা। তা বেড়ে হবে ১৬ হাজার ২৩১ টাকা। স্বাভাবিকভাবেই এই খবরে খুশি শিক্ষা মহল।
আরও পড়ুন:RG Kar Case: আরজি কর মামলার রায়ে অসন্তুষ্ট মমতা