রবিবাসরীয় সকালে তৃণমূল কংগ্রেসের জনস্বাস্থ্য ও পরিবেশের কর্মদক্ষ শবনম নাজ মণ্ডলের উদ্যোগে একগুচ্ছ সামাজিক কর্মসূচির মাধ্যমে পালন হলো রক্তদান শিবির।ভোটে জেতার পর থেকেই এলাকার উন্নয়নের স্বার্থে নিজেকে নিযুক্ত রেখেছেন শবনম নাজ মণ্ডল।প্রত্যেক দিনই নানারকম ভাবে সাধারণ মানুষের পাশে থাকতে দেখা গিয়েছে।ঠিক তেমনি রবিবার একগুচ্ছ সামাজিক কর্মসুচির মাধ্যমে মহম্মদপুর শিলপোতা মোড়ে প্রতিবছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।
এদিন শবনম নাজ মণ্ডলের উদ্যোগে, মহম্মদপুর তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ এবং রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় হওয়া রক্তদান শিবিরে শতাধিক মানুষ রক্তদান করেন।একইসঙ্গে এই অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্তু উপহার স্বরূপ তুলে দেওয়া হয় ৬০০ জন সাধারণ মানুষদের হাতে।পাশাপাশি এদিনের অনুষ্ঠানের মাধ্যমে প্রবীণ ও গুণীজনদের সংবর্ধনা এবং হুইল চেয়ার প্রদানও করা হয়।
শুধু তাই নয়,এদিনের এই কর্মসূচির মাধ্যমে ২হাজার মানুষদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। একই সঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ ভাবে আশীর্বাদও করা হয়।
অর্থাৎ ধর্ম- বর্ণ নির্বিশেষে একসাথে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষে পাশে থাকারই মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে, বার্তা দেন শবনম নাজ মণ্ডল।
মহতী এই কর্মসুচি পালনে এদিন উপস্থিত হয়েছিলেন, সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষ,রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি,১ নম্বর বোরো চেয়ারম্যান শাহনওয়াজ আলী মন্ডল,মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী,আরাত্রিকা ভট্টাচার্য, রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ নস্কর,জেলা পরিষদের কর্মদক্ষ জাহানারা বিবি,জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন,অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা তৃণমূল কংগ্রেসের জনস্বাস্থ্য ও পরিবেশের কর্মদক্ষ শবনম নাজ মণ্ডল,তৃণমূল নেতা আক্রম উদ্দিন আহমেদ সহ অন্যান্য বিশিষ্টজনেরা।