আরজিকর কাণ্ডে (RG Kar case) দোষী সাব্যস্ত হয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। কিন্তু এই রায়ে মোটেই সন্তুষ্ট নয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। রায় ঘোষণার পরই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। দুপুরে দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয়কে। সোমবার সাজা ঘোষণা করা হবে বলে আদালত সূত্রে খবর।
এদিন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা একটি লিফলেটের মাধ্যমে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। এদিন ডাক্তারদের একজন বলেন, এই রায়ে সন্তুষ্ট নই। প্রথম থেকেই আমরা বলেছিলাম যে এই ঘটনায় একজন জড়িত নয়। বেশ কয়েকজনের মাথা আছে। এটা শুধু আমরা বলছি না, আইনজীবীদেরও একই মত। এর সঙ্গে বেশ কয়েকজন জড়িত আছে কিন্তু সাজা হবে একজনের! এটা কেমন বিচার? বাকিরা কেন মুক্ত? তদন্ত করছে সিবিআই। তারপরেই বাকিরা অধরা?
আরেক জুনিয়র ডাক্তার বলেছেন, আমরা প্রথম দিন থেকেই বলে আসছি ন্যায়বিচার পাওয়ার জন্য আমরা যা যা করণীয় সবই করব। আমরা রাজপথ ছাড়ব না। আমরা লড়াই চালিয়ে যাব এবং আগামী দিনে আমাদের আন্দোলনের পরবর্তী কী হবে তা নিয়ে আলোচনা করব। সঞ্জয় রায় দোষী হলে অবশ্যই শাস্তি হোক। তবে একজনের পক্ষে সেমিনার রুমে গিয়ে এই কাজ করা সম্ভব না।
শনিবার শিয়ালদহ আদালতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়। সঞ্জয় রায় ভারতীয় দণ্ডবিধির ধারা ৬৪ (ধর্ষণ), ৬৬ এবং ১০৩ (১) (খুন) এর অধীনে দোষী সাব্যস্ত হয়। বিচারক বলেন, এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। আগামী সোমবার রায় ঘোষণা করা হবে। অন্যদিকে সঞ্জয় রায় বলেন, আমাকে ফাঁসানো হয়েছে। আমি কিছুই করিনি। আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে। ভুল করলে এই মালা ছিঁড়ে যেত।
আরও পড়ুন:Police attacked: ফের আক্রান্ত পুলিশ কর্মী