২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে আন্দোলনের ফলে। তারপর বাংলাদেশ যতবার উত্তপ্ত হয়েছে, ততবার মনে হয়েছে শেখ হাসিনার কথা। তিনি এখনও দেশে ফিরতে পারেননি। আর এই পরিস্থিতিতে আওয়ামি লিগের পেজে একটি অডিও বার্তা ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে নিজের দেশের কথা উল্লেখ করতে গিয়ে কার্যত ভেঙে পড়েছেন সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সূত্রের খবর, এদিন আওয়ামি লিগের ফেসবুক পেজে একটি অডিও বার্তা নোট প্রকাশ করা হয়। আর সেখানেই বার্তা দিতে গিয়ে কার্যত ভেঙে পড়েন শেখ হাসিনা।
হাসিনাকে বলতে শোনা গিয়েছে, ‘মাত্র ২০-২৫ মিনিটের জন্য আমি আর রেহানা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার মনে হয় ২০০৪ সালের ২১ অগস্টের হত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়া কোটালিপাড়ায় ওই বিশাল মোবর হাত থেকে বেঁচে যাওয়া আবার এই ৫ আগস্ট বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয় আল্লাহর কোনও একটি ইচ্ছে আছে। আল্লাহর কোনও হাত আছে। নইলে এবার তো বেঁচে যাওয়ার কথা নয়। আল্লাহ আমাকে দিয়ে আরও কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনও বেঁচে আছি। যদিও এবার আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘরছাড়া- সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে।’
প্রসঙ্গত, সাতাত্তর বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে একশোরও বেশি মামলা হয়েছে বাংলাদেশে। তাঁর পাসপোর্ট বাতিল করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে। হাসিনার বিরুদ্ধে তদন্তের জন্য এই দেশেই বাংলাদেশের তদন্তকারী সংস্থা আসতে পারে। তেমনই জানিয়েছে মহম্মদ ইউনুস সরকার। সবমিলিয়ে রীতিমত বিপর্যস্ত অবস্থা হাসিনার। তাঁর দল আওয়মি লিগ নিষিদ্ধ করা হতে পারে বলে বাংলাদেশে গুঞ্জন।৫ অগস্ট থেকে এই দেশে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কিনা তা নিয়ে ভারত সরকার এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সম্প্রতি এই বিষয়ে বাংলাদেশও জানিয়েছে তাদের কাছে এই নিয়ে কোনও নির্দেশ নেই।