এখনো নিজের রূপ দিয়ে বলিউড কাঁপাচ্ছেন মাধুরী দীক্ষিত (Madhuri Dikshit)। বয়স ষাট হলেও দেখে তা বোঝার উপায় নেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের রূপচর্চার একটি টোটকা সকলের সাথে শেয়ার করলেন নায়িকা। মাধুরী (Madhuri Dikshit) বলেন, “ঘরোয়া এই প্যাক মাখার পর আয়নায় নিজের মুখ দেখে মনে হবে, যেন সদ্য ঘুম থেকে উঠেছেন। সারা দিনের ক্লান্তির ছাপ তো থাকবেই না, উল্টে ত্বকের জেল্লাও ফিরিয়ে আনবে।”
· প্রথমে বাজার থেকে কিনে আনা শসা ভাল করে ধুয়ে ফেলুন। খোসা ছাড়িয়ে, গোল গোল করে কেটে নিন।
· এ বার একটি পাত্রে পরিমাণ মতো কাঁচা দুধ নিয়ে তার মধ্যে শসার টুকরোগুলি ভিজিয়ে রাখুন মিনিট দশেক। চাইলে ফ্রিজের মধ্যেও রাখতে পারেন।
· ফ্রিজ থেকে বার করে মুখের উপর শসার টুকরোগুলি সাজিয়ে দিন। মিনিট পনেরো অপেক্ষা করুন। তার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
· হাতে সময় থাকলে শসা এবং কাঁচা দুধ একসঙ্গে ব্লেন্ড করেও মাখতে পারেন।
চর্মরোগ চিকিৎসক রিঙ্কি কপূর বলেন, “সব ধরনের ত্বকের পক্ষে কাঁচা দুধ উপযুক্ত নয়। ঘরোয়া এই টোটকা নিয়ে তেমন কোনও গবেষণাও হয়নি। তবে কাঁচা দুধ এবং শসা, দু’টিই প্রাকৃতিক উপাদান। তাই তা থেকে ত্বকে বাড়াবাড়ি রকমের কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।”
আরও পড়ুন: Abhishek Banerjee: স্যালাইন কাণ্ড নিয়ে দুঃখ প্রকাশ অভিষেকের
Image source-Google