মাত্র তিন মাসের মধ্যেই শেষ হবে দিঘার জগন্নাথ মন্দিরের কাজ। অক্ষয় তৃতীয়ায় মন্দিরের উদ্বোধন। আগামী বছরেই দিঘায় শুরু হবে রথযাত্রাও। বুধবার মন্দির পরিদর্শনের পর জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘পুরীর সঙ্গে আমরা নিশ্চয় তুলনা করব না। কারণ ওদেরটা ওদের মতো। আমাদেরটা আমাদের মত। ওদেরটা রাজ-রাজারা করেছেন দীর্ঘদিন আগে। আমাদেরটা আমরা সরকারের তরফ থেকে করছি।জায়গাটা এখানে অনেক বেশি আছে এখানে। প্রায় ২০ একর জমি আছে। ২০ একর জায়গায় তৈরি হচ্ছে দিঘায় জগন্নাথ মন্দির।’ তবে আগামী দিনে সারা ভারতের পর্যটক এবং ভক্তদের আলাদা করে নজর কাড়বে পুরীর আদলে তৈরি এই মন্দির।

মুখ্যমন্ত্রী জানান, মন্দিরের প্রবেশদ্বারে থাকবে চৈতন্যদেবের মূর্তি। প্রাথমিকভাবে জগন্নাথগদেবের মাসির বাড়ির কাছে মূর্তি তৈরি করা হবে বলে ঠিক করা হয়েছিল। তবে সেই পরিকল্পনার কিছুটা পরিবর্তন করা হয়েছে। জগন্নাথ মন্দিরের সামনেই চৈতন্যদেবের মূর্তি বসানো হবে। সেই প্রবেশদ্বারের নাম হবে – ‘চৈতন্যদ্বার জগন্নাথ ধাম’। মন্দিরের আশপাশ সনাতন ধর্মের লোকজনের দোকান থাকবে।কালীঘাটের প্যাঁড়ার মতো প্যাঁড়া, ক্ষীরের গজা, গুজিয়া পাওয়া যাবে। দিঘার জগন্নাথ মন্দিরের জন্য ট্রাস্টি বোর্ডে গঠন করা হয়েছে। তাতে থাকছেন মুখ্যসচিব, জেলাশাসক, সনাতন ধর্মের সভাধিপতি, ইসকন কলকাতার সহ-সভাপতি, পুরোহিতরা থাকছেন ট্রাস্টি বোর্ডে। নেতৃত্ব দেবেন মুখ্যসচিব। কোনও রাজনৈতিক নেতা থাকবেন না।

 

আরও পড়ুন:Humayun Kabir: বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি হবে, ঘোষণা হুমায়ূনের

By Sk Rahul

Senior Editor of Newz24hours

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *