রবিবার সকালে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। উল্টোডাঙায় (Ultadanga fire) রেল লাইনের পাশের ঝুপড়িতে আগুন লাগে। পরিস্থিতি সামলাতে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঝুপড়িতে আচমকা আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে আগুনে পর পর বেশ কয়েকটি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে।
প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায়, আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। আগুনে পর পর বেশ কয়েকটি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে।
ঘটনাস্থলে এসে পৌঁছান দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলের গাড়ি চলে এসেছিল। তবে তার আগেই এলাকার বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেছে। এমনকি তাঁরা অনেক সহযোগিতা করেছেন।
আরও পড়ুন:Election Result 2024: মহারাষ্ট্রে বিজেপির ঝড়,ঝাড়খণ্ডে ফের হেমন্ত-ঋতু