মাঝরাতেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার বিধায়কের গাড়ি। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি দু’জনকে। অন্যদিকে আরও তিনজন বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না বিধায়ক। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে হাওড়ার শিবপুরের কাছে ফরসোর রোডে।

দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা (Ghiyasuddin Mollah)। তাঁর গাড়ির চালক মহম্মদ মুস্তাক খানের মৃত্যু হয়েছে। তাঁর সঙ্গে বারো বছরের এক নাবালক ছিল, দুর্ঘটনাস্থলেই তারও মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে ভর্তি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি তৃণমূল বিধায়কের নামেই রেজিস্টার করা। গাড়িতে তাঁর নামের স্টিকারও লাগানো ছিল।

হাওড়ার ফরসোর রোডের কাছে এই বেপরোয়া গতির কারণেই বিধায়কের গাড়িটি প্রথমে একটি ট্রেলারে ধাক্কা মারে। এরপর ফের রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রেলারে ধাক্কা মেরে তার নীচে ঢুকে যায়। দুর্ঘটনার এমন ভয়াবহতার জেরে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছে বলে জানা যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়িচালকের। সঙ্গে মৃত্যু হয়েছে সঙ্গে থাকা নাবালকের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ। পুলিশ পাঁচজনকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা জানান মৃত্যু হয়েছে দুজনের। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

 

আরও পড়ুন:Bidhannagar:মহাসমারোহে উদ্বোধন হলো জ্যাংরা অধিবাসী বৃন্দের কার্তিক পুজোর

 

 

By Sk Rahul

Senior Editor of Newz24hours