লটারি প্রতারণা মামলায় (Lottery Scam) শুক্রবারেও তল্লাশি অভিযান জারি রেখেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মহিষবাথান, মাইকেল নগর, রাসবিহারী এভিনিউ-সহ একাধিক জায়গায় অভিযান চলে।
দক্ষিণ ভারতে সপ্তাহ খানেক ধরে এই কেসে অভিযান চালিয়েছে ইডি। সেই সূত্র ধরেই উঠে এসেছে কলকাতা যোগ। দিল্লি ও কলকাতা টিমের যৌথ অভিযানেই চলছে তল্লাশি। লটারি প্রতারণা মামলায় শহরজুড়ে চলছে তল্লাশি। তার মধ্যেই লেক মার্কেট বিপুল পরিমাণ টাকার হদিশ মিলল।
আজ সকাল থেকে ইডি’র তদন্তকারীদের কয়েকটি দল কলকাতার নানা প্রান্তে জোর তল্লাশি করছে। তখনই লেক মার্কেট এলাকায় তল্লাশি চলে। ইডি সূত্রে খবর, লেক মার্কেট এলাকার প্রিন্স গোলাম মহম্মদ রোডের একটি বহুতলে এক ব্যক্তির ফ্ল্যাট থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে। আর সেই টাকা গুণতেই নিয়ে আসা হয়েছে টাকা গোনার যন্ত্রও। এই প্রথম নয়, এর আগেও ২০২৩ সালের অক্টোবরে লটারির বেআইনি টাকার যোগসূত্র খুঁজতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি লটারি সংস্থার ছাপাখানা এবং গুদামে তল্লাশি অভিযান চালান আয়কর দফতরের আধিকারিকেরা।
আরও পড়ুন: Kanchan Mallick: ছেলে মেয়ের ভালোর জন্য কি অনুরোধ করলেন কাঞ্চন?