জন সাধারণের অসুবিধা করে নিরাপত্তা বেষ্টনি চান না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek)।
তাই কলকাতায় তাঁর বাসভবন শান্তিনিকেতনের সামনের ব্যারিকেড ছোট করতে তিনি পুলিশকে অনুরোধ করেছেন।
তাঁর নিরাপত্তার জন্য, তাঁর বাসভবনের সামনের রাস্তা দিয়ে
মানুষের যাতায়াত ও গাড়ি চলাচল করতে যাতে কোনও অসুবিধা না হয়, সেই বিষয়টিতে জোর দিচ্ছেন অভিষেক ।
বর্তমানে জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা বলয় পান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
সে কারণেই কলকাতা পুলিশের তরফ থেকে নিরাপত্তার খাতিরেই তাঁর বাসভবনের সামনের রাস্তার বেশ খানিকটা এলাকাজুড়ে ব্যারিকেড করে রাখা হয়েছে ।
জানা গেছে, মঙ্গলবার নজরুল মঞ্চে দলীয় বৈঠক শেষে যখন বাড়িতে ফিরছিলেন অভিষেক, সে সময় তিনি লক্ষ্য করেন তাঁর বাড়ি
শান্তিনিকেতনের সামনের অনেকটা জায়গা জুড়ে ব্যারিকেড দেওয়া রয়েছে ।
আর সে কারণে সাধারণ মানুষের জন্য যাতায়াতের রাস্তাটি ছোট হয়েছে। কলকাতা পুলিশের বহু কর্মী যেমন সেখানে মোতায়েন থাকেন, একইভাবে একটি কুইক রেসপন্স টিমও সেখানে থাকে সর্বক্ষণের জন্য ।
এই নিরাপত্তার বহরের কারণে অনেক সময় সমস্যায় পড়তে হয় আম জনতাকে । কখনও কখনও এর জন্য ওই রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে বলেও খবর ।
এসব বুঝতে পেরেই এদিন দ্রুত সিদ্ধান্ত নেন অভিষেক । তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ভিআইপি-র ক্ষেত্রে নিরাপত্তায় কোনও খামতি থাকুক তা চায় না লালবাজার।
সে কারণেই অভিষেক এই ব্যারিকেড তুলে নেওয়া হোক চাইলেও, এখনই তেমনটি নাও করা হতে পারে।
মনে করা হচ্ছে, এই ব্যারিকেড ছোট করা হতে পারে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়।
প্রসঙ্গত, এদিনই গোয়া উড়ে গিয়েছেন অভিষেক (Abhishek) । আগামী তিন দিন তিনি সেখানেই থাকবেন ।