ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচে, শ্রীলঙ্কাকে তিন দিনে গুঁড়িয়ে দিয়েছে ভারত। ব্যাটে-বলে নায়ক রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ব্যাট হাতে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলার পর বল হাতে দু’ইনিংস মিলিয়ে তুলে নিয়েছেন ৯টি উইকেট। ম্যাচের সেরাও স্বাভাবিক ভাবেই তিনি।
ম্যাচের পর জাডেজাকে (Ravindra Jadeja) চমক দিয়েছিলেন তাঁর সতীর্থ এবং সাপোর্ট স্টাফেরা। স্পিনারের সাফল্যকে স্মরণীয় করে রাখতে আনা হয়েছিল কেকও। সবার সঙ্গে সেই কেক কাটেন এবং আনন্দ ভাগ করে নেন।
মোহালিতে জাডেজা (Ravindra Jadeja) স্থাপন করেছেন জোড়া কীর্তি । কপিল দেবের দীর্ঘ ৩৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। সাত নম্বরে ব্যাটিং করে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রান করেছেন। পাশাপাশি, বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টের একটি ম্যাচে ১৫০ বা তার বেশি রান এবং ইনিংসে ৫টি উইকেট নিয়েছেন।
দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ১২ মার্চ। বেঙ্গালুরুতে হতে চলা এই টেস্ট হবে দিন-রাতের।