ইউক্রেনে রাশিয়ার(Ukraine Conflict) হামলা আরো জোরালো হচ্ছে। ইউক্রেনের বড়ো শহরগুলিকে লক্ষ্য করে অনবরত বিস্ফোরণ, গুলিবর্ষণ হচ্ছে। কিছুদিন আগেই খারকিভ(Kharkiv) এ বিস্ফোরণে নিহত হয়েছেন এক ভারতীয় ছাত্র। আর এবার গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আরেক ভারতীয় ছাত্র। বিদেশমন্ত্রক কিয়েভ ও খারকিভ ছাড়ার জরুরি নির্দেশিকা জারি করার পরেই ইউক্রেনে আটকে থাকা ভারতীয়রা দ্রুত রোমানিয়া, পোল্যান্ডের সীমান্তের দিকে রওনা হয়(Ukraine Conflict)।
নির্দেশিকাতে বলা হয়েছিল প্রয়োজনে পায়ে হেঁটে হলেও যে যেখানেই আছেন সেখান থেকে যেন যত দ্রুত সম্ভব বেরিয়ে পড়েন। জানা যাচ্ছে গিয়ে কিয়েভ(Kyiv) ছাড়ার পথেই গুলিবিদ্ধ হন ওই ভারতীয় ছাত্র। সঙ্গে সঙ্গে আহত ছাত্রটিকে কিয়েভেরই একটি হাসপাতালে ভর্তি করা হয়।
আটকে থাকা ১৪০০০ ভারতীয়কে অপারেশন গঙ্গার অধীনে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যেই ৮০ টি বিমানে তিন হাজারেরও বেশি ভারতীয় কে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে বিদেশমন্ত্রক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের জন্য সেভ করিডর তৈরির আবেদন জানিয়েছিলেন। সম্মতি জানিয়েছে রাশিয়া(Ukraine Conflict)। ইউক্রেনে আটকে থাকা সমস্ত ভারতীয় দের দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে বিদেশমন্ত্রক।