গত বছর সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই তা সবসময় খবরের শিরোনামে রয়েছে। কেউ প্রচণ্ড পছন্দ করেছেন। কেউ মনে করেছেন এই ছবি প্রচণ্ড হিংস্র ও নারীবিদ্বেষী।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই ছবি নিয়ে তাপসীকে (Taapsee Pannu) প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, ‘‘অনেকেই আমাকে এই ছবি নিয়ে নানা কথা বলেছেন। আমি নিজে চরমপন্থী নই। কিন্তু হলিউডের সঙ্গে তুলনা করলেও চলবে না।’’ অভিনেত্রী জানিয়েছেন ছবিটা তিনি দেখেননি। তাঁর যুক্তি, ‘‘হলিউডে কিন্তু কেউ সিনেমার গল্প বা তারকাদের কেশসজ্জাকে বাস্তবে অনুকরণ করেন না। কিন্তু আমাদের দেশে সেটা করা হয়। তাই ‘গন গার্ল’-এর মতো ছবির দর্শকের সঙ্গে আমাদের তুলনা চলে না।’’
তাপসী (Taapsee Pannu) মনে করেন এই ছবি তৈরি করার আগে মাথায় রাখা উচিত তা জনসমাজে কি প্রভাব ফেলছে। সাথে এই কথাও জানিয়েছেন তিনি এরকম ছবি কোনোদিন করবেন না। তাঁর কথায়, ‘‘এক জন তারকা হিসাবে বাস্তবকে মাথায় রেখে আমার ক্ষমতাকে বিবেচনা করা উচিত। কারণ ক্ষমতার সঙ্গে জুড়ে থাকে দায়িত্ববোধ। তাই আমি এই ধরনের ছবি করতে রাজি নই।’’ এরই সঙ্গে ‘পিঙ্ক’ খ্যাত অভিনেত্রী বলেন, ‘‘আমি কিন্তু এই প্রসঙ্গে নতুন অভিনেতাদের কী ছবি করা উচিত তা নিয়ে কোনও পরামর্শ দিতে চাই না। আমরা স্বাধীন দেশের নাগরিক। তাই তাঁরা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী ছবি করতেই পারেন।’’
আরো পড়ুন: Riddhima-Gourab: গৌরবকে ছাড়া কেমনভাবে জন্মদিন কাটালেন ঋদ্ধিমা?
Image source-Google