বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।
তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন কিমা বিহারি।
এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।
চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।
উপকরণ:
মটন কিমা, আধা কাপ টক দই, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো,
জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ কুচানো, ধনে পাতা কুচি, ৪ টেবিল চামচ বেসন,
স্বাদ অনুযায়ী লবণ, রান্নার জন্য সর্ষে তেল।
পদ্ধতি:
মাংসের কিমা ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন। পেঁয়াজ একেবারে সরু সরু করে কেটে তেলে ভেজে নিন। পেঁয়াজ বাদামি করে ভেজে বেরেস্তা বানিয়ে নেবেন।
একটি বড় বাটিতে মটন কিমা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, বেসন, ফেটানো টক দই, পেঁয়াজের বেরেস্তা, সর্ষে তেল এবং পরিমাণমতো লবণ নিন। সমস্ত উপকরণ একসঙ্গে ভাল করে মাখিয়ে দুই ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন।
কড়াইয়ে সর্ষে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ লালচে হয়ে গেলে ম্যারিনেট করা মাংসের কিমা দিয়ে নাড়াচাড়া করুন। লঙ্কা গুঁড়ো দিয়ে কষাতে থাকুন। কিমা থেকে তেল বেরিয়ে এলে সামান্য জল দিন। ফের কষাতে থাকুন।
মটন কিমা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে আঁচ বন্ধ করে দিন। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে দিন। কড়াই ঢাকা দিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা কিমা বিহারি।
আরো পড়ুন: TRP: প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি তালিকা
Image source-Google