সেজে উঠছে মণ্ডপ!ফের নজর কারবে বাগুইআটি অশ্বিনীনগর অভিযাত্রিক ক্লাবের দুর্গাপুজোর থিম।হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উত্সব দুর্গাপুজো।আর তাই ইতিমধ্যেই পূজা কমেটিগুলোর প্রস্তুতি একেবারে তুঙ্গে। দর্শকের মন জয় করতে তারা মরিয়া হয়ে প্রস্তুতি চালাচ্ছে।ঠিক তেমনি এবার মায়ের আগমনের ধ্বনি চারিদিকে ছড়িয়ে দিতে তৎপর হয়ে উঠেছে বাগুইআটি অশ্বিনীনগর অভিযাত্রিক ক্লাব।সেজে উঠছে মণ্ডপ।
জানা গিয়েছে,অশ্বিনীনগর অভিযাত্রিক ক্লাবের পুজো এবার ৩৭ তম বর্ষে পদার্পণ করেছে।প্রতিবছরই তাদের থিম থাকে নজরকাড়া।
জানা গিয়েছে,এবার তাদের থিম “A story of Manipuri flok art” অর্থাৎ মণিপুরের সুপ্রাচীন নৃত্যধারা কাহিনি ফুটে উঠতে চলেছে এবার তাদের মণ্ডপে।
প্রসঙ্গত,মণিপুরী সংস্কৃতির উজ্জ্বলতম দিক হলো মণিপুরী নৃত্য। যা ভারতবর্ষের অন্যান্য শাস্ত্রিয় নৃত্যধারা যেমন কত্থক, ভরতনট্যম, কথাকলি ইত্যাদির সমপর্যায়ের।মণিপুরী নৃত্যকলা তার কোমলতা, আঙ্গিক, রুচিশীল ভঙ্গিমা ও সৌন্দর্য দিয়ে জয় করেছে ভারতবর্ষের অসংখ্য দর্শকের মন।মূলত,গৌরবমন্ডিত এই মনিপুরী নৃত্যের রয়েছে এক ইতিহাস।আর সেই ইতিহাস এবার ফুটে উঠতে চলেছে বাগুইআটি অশ্বিনীনগর অভিযাত্রিক ক্লাবের দুর্গাপুজোর থিমে।এছাড়াও থাকছে আরো নানা চমক।যা কিছুটা সাসপেন্স রেখেছে কমিটি কর্তৃপক্ষ।