কিছুদিন আগেই “দিদি নং ওয়ানের” মঞ্চে এসেছিলেন জনপ্রিয় ইউটিউবাররা। তারা সকলেই নিজেদের গল্প শুনিয়েছেন। এদের মধ্যেই অন্যতম ছিলেন বর্তমানে ফেসবুকে ট্রেন্ডিং বাবেশ ওরফে নিরঞ্জন (Niranjan Mandal)। দিদির কাছে এসে কীভাবে তিনি ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হলেন সেই গল্প শোনালেন।
নিরঞ্জন জানান, ‘আমার ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল। মা বলল সায়েন্স নিস না বাবু কেটে যাবে। তখন কমার্স নিলাম। সিএ প্রিপারেশন শুরু করলাম। এরপর যখন কোভিড এল, তখন লকডাউন ওঠার আগে আগেই একটি ভিডিয়ো বানাই তখন যা যা মেনে চলতে বলা হতো সেগুলো নিয়ে। সেই ভিডিয়ো ভাইরাল হয়। এরপরই শুরু।’
ইদানীং তার একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সদ্য ভাইরাল হওয়া সেই ভিডিয়ো প্রসঙ্গে লাফটারসেন তথা নিরঞ্জন (Niranjan Mandal) বলেন, ‘আমাদের মায়েরা তো এত এই বেবস, ডুড এসব অভ্যস্থ নন। তাই তাঁরা যদি Babes শব্দটা বাংলায় উচ্চারণ করে পড়েন তাহলে কী পড়বেন সেটা ভেবে এই বাবেশ বানালাম।’
তবে এই দিন দিদির মঞ্চে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘আমায় অনেকেই চিনতে পারেন না। আমি তো অন্য মেকআপ চুলে থাকি, তাই অনেকেই বুঝতে পারেন না।’
আরো পড়ুন: Alia Bhatt: এবার আলিয়া অংশ হতে চলেছেন যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের
Image source-Google