হিমাচল প্রদেশের পাশাপাশি বৃষ্টিতে নাজেহাল উত্তরাখণ্ড-ও! গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী পাঁচ দিন আরও বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে চূড়ান্ত সতর্কতাও জারি করা হয়েছে। রাজ্যের নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। কোনও কোনও জায়গায় ধস নেমেছে। বৃষ্টির জেরে নদীতে জল বাড়ায় ভেঙে গিয়েছে কংক্রিটের তৈরি আস্ত একটি সেতু।আর এমন পরিস্থিতিতেই কেদারনাথে আটকে পড়লেন বেশ কয়েক দিন আগে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা হওয়া ৫০ জন পুর্ণ্যার্থী। এরপর কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে উত্তরাখণ্ড! আর সেই সব খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে কার্যত হতাশ হয়ে গিয়েছিল তাদের পরিবার।

অবশেষে, তাদের সঙ্গে যোগাযোগ করার পর স্বস্তির নিঃশ্বাস পরিবারে। পরিবারের তরফে জানা গিয়েছে, আজ তথা শুক্রবার ওই ৫০ জন পুর্ণ্যার্থী বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন।

 

আরো পড়ুন:Purba Medinipur:খুশির খবর দিল মৎস্যজীবীরা!বর্ষার মাঝামাঝি-ই বাঙালির পাতে পড়তে চলেছে দীঘার ইলিশ