পঞ্চায়েত ভোটের সময় বুথে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মজুতের দাবীতে বিক্ষোভ দেখালেন মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলের ভোট কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, বুথে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে।

ইতিমধ্যেই নির্বাচন কমিশনার নোটিশের মাধ্যমে জানিয়েছেন বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না। আর সেই খবর শুনেই বিক্ষোভে ফেটে পড়েন ভোট কর্মীরা। ভোট কর্মীদের আরও দাবী, ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী না দিলে তারা ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করতে অংশ গ্রহণ করবে না।

এহেন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডোমকল ব্লক নির্বাচনী প্রশিক্ষণ কেন্দ্রে। কিন্তু, এমন দাবি আদৌ স্বীকৃতি পায় কিনা সেটাই এখন দেখার।

 

আরো পড়ুন:Basirhat:ফের তৃণমূলে যোগদান বিজেপি-র দুই অঞ্চল সভাপতি-র!সন্দেশখালিতে আরও শক্তিশালী তৃণমূল