আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। আর নির্বাচনকে ঘিরে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বাংলা! মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় হিংসা-অশান্তি, সংঘর্ষ, বোমাবাজির ঘটনা সামনে এসেছে।এহেন পরিস্থিতিতে পঞ্চায়েতে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে!

জানা গিয়েছে, তৃণমূলের নামাঙ্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রানিনগরে। ওই পোস্টারে দাবি করা হয়েছে যে, তৃণমূলের বিরুদ্ধে কেউ ভোট করানোর চেষ্টা করলে তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল! শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাণ্ডের পিছনে বিজপি রয়েছে। ওরা ইচ্ছা করে এই সমস্তা করছে।

যদিও ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।এখন এই ঘটনার রেশ কতদূর পৌঁছায় সেটাই দেখার!

 

আরো পড়ুন:ICC World Cup: বিশ্বকাপে আফগানিস্তান ম্যাচের কেন্দ্র বদলের দাবি পাকিস্তানের