আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কান্দি (kandi) পঞ্চায়েত সমিতির ১৩ নম্বর আসনে বিজেপির পক্ষ থেকে মনোনয়ন দাখিল করেছেন গোকর্ণ অঞ্চলের বাসিন্দা সেকেনদার শেখ। অন্যদিকে ওই আসনেই তৃণমূলের পক্ষ থেকে মনোনয়ন করেছেন কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা শ্রমিক সংগঠনের সভাপতি পার্থপ্রতিম সরকার ওরফে বাপি সরকার। আর সেই কারণেই, গতকাল বিজেপির পক্ষ থেকে স্কুটিনি জমা করে বাড়ি ফেরার পথে ওই বিজেপি প্রার্থীর সমস্ত নথিপত্র কেড়ে নেয় স্থানীয় তৃণমূল দুষ্কৃতীরা।
ইতিমধ্যেই রবিবার দলীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে কান্দি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে সেকেনদার শেখের তরফে। এই ঘটনায় পাশাপাশি কান্দি মহকুমা শাসককেও পুরো ঘটনার লিখিত বিবরণ দিয়ে অভিযোগ জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। যদিও এই ঘটনায় মুশিদাবাদ জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি পার্থপ্রতিম সরকার জানিয়েছেন, এই অভিযোগ ভিত্তিহীন।
যদিও সমগ্র ঘটনার অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ প্রশাসন।
আরো পড়ুন:Wrestler : ব্রিজভূষণের সভা ঘিরে হুলস্থুল ! প্রাণে বাঁচলেন বিজেপি সাংসদ