আগে উন্নয়ন পরে ভোট!’ভোট বয়কটের’ ডাক গ্রামবাসীদের!চাঞ্চল্য মালদায় (Malda)!

গ্রামবাসীদের কথায়,-স্বাধীনতার ৭৫ বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় হয়নি পাকা রাস্তা।এমনকি স্থায়ী দুটি পাকা সেতু নির্মাণ করা হয়নি।এর ফলে চরম সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের।বহুবার প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি।তাই এই নিয়ে দীর্ঘ নয় মাস ধরে চলছে তাদের আন্দোলন।তারপরেও কোনো সমাধান না হওয়ায়,এবার ভোট বয়কটের ডাক দিলেন তারা।

বুধবার মালদহের হবিবপুরে ব্লকের মঙ্গলপুরা পঞ্চায়েতের অধীনের রাধাকান্তপুর, জগন্নাথপুর,রামকৃষ্ণপুরে গ্রামবাসীরা এদিন মিছিল করে পুরো গ্রাম চত্বর জুড়ে দেই পোস্টার।ভোট বয়কটের ডাক দেন এদিন তারা।

এদিকে গোটা এলাকা জুড়ে এদিন ভোট বয়কটের ডাক পড়তেই শুরু হয়েছে শাসক বিরোধী শিবিরে রাজনৈতিক চাপানউতোর।

 

আরো পড়ুন:MS Dhoni: ধোনির অবসর নিয়ে সিএসকে-র আবেগঘন পোস্ট নতুন জল্পনার জন্ম দিল