অভিষেকের সফরের আগে বোমাবাজি,ফের উত্তপ্ত ভাঙ্গর!পঞ্চায়েত ভোটের (Panchayet Vote) আগে আবারো ভাঙ্গরকে অশান্ত করে এলাকা দখলে রাখার অভিযোগ উঠল নওশাদ সিদ্দিকীর দল আইএসএফের বিরুদ্ধে।মঙ্গলবার মনোনয়ন জমাকে কেন্দ্র করে ছড়ালো আবারো তীব্র চাঞ্চল্য।

জানা গিয়েছে,এদিন সকালে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে ভাঙড়ে মনোনয়ন জমা দিতে যান আইএসএফ কর্মীরা। অভিযোগ, বিডিও অফিসের সামনেই তৃণমূল কর্মীরা জমায়েত করে ছিলেন।

আইএসএফ কর্মীরা আসতেই ব্যাপক বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। মুড়িমুড়কির মতো বিডিও অফিসের সামনে চলতে থাকে বোমাবাজি।এমনিতেই মনোনয়ন কেন্দ্রের একশো মিটার দূরত্বের মধ্যে জারি রয়েছে ১৪৪ ধারা। কিন্তু নিষেধাজ্ঞাকে নস্যাত্‍ করেই সেখানে তৃণমূল কর্মীরা বাঁশ হাতে প্রহরায় ছিলেন বলে অভিযোগ। আর আইএসএফ এসে পৌঁছতেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ক্যামেরায় ধরা পড়ে, এক আইএসএফ কর্মীকে ধরে টেনে সরিয়ে নিয়ে যায় পুলিশ। তিনি ক্যামেরার সামনে হাউ হাউ করে কাঁদতে থাকেন। এতটাই বোমাবাজি হয়, বিডিও অফিসের সামনে কার্যত কালো ধোঁয়ায় ঢেকে যায়।

 

আরো পড়ুন:TMC:পঞ্চায়েত ভোটের প্রাক্কালে শাসক দলের ভোটের সমীকরণে ধাক্কা!দলত্যাগ একাধিক কর্মকর্তার