ফলাও করে সাংবাদিক বৈঠকের মাধ্যমে নির্বাচনের দিন ঘোষণা করেছিল রাজ্য নির্বাচন কমিশন। এমনকি, মনোনয়ন তোলার দিনও ধার্য করা হয় ৯ই জুন থেকে ১৫ই জুন পর্যন্ত। তারপরও নির্দিষ্ট সময়ের ব্যবধানে তৈরি হল না মনোনয়ন পত্র। বাঁকুড়ার (Bankura) মেজিয়া ব্লকে মনোনয়নপত্র তুলতে এসে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন বাম ও পদ্ম শিবির।
নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মনোনয়নপত্র তুলতে পারলেন না প্রার্থীরা। কার্যত সর্বদলীয় বৈঠকের আয়োজনও ব্যর্থ হল মেজিয়া ব্লক প্রশাসনের। তবে মনোনয়নপত্র না তুলে বাড়ি ফিরতে নারাজ বাম ও বিজেপি নেতৃত্ব।
যদিও বিরোধীদের তোলা এই অভিযোগ উড়িয়ে দিচ্ছে শাসকদল। তাদের দাবি, প্রশাসন তথা নির্বাচন কমিশন যথেষ্টই সজাগ। খুব শীঘ্রই মনোনয়ন তোলার কাজ শুরু হবে।
আরো পড়ুন:Purba Medinipur:ভোটে কাঠি পড়তেই কোমর বেঁধে ময়দানে তৃণমূল!দেওয়াল লিখন শুরু