বৃহস্পতিবার বহু প্রতীক্ষিত কেষ্টপুর সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নের সভাঘর থেকে রিমোটের মাধ্যমে হল ব্রিজের উদ্বোধন। উপস্থিত ছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই সেতু হল নিউটাউন ও সল্টলেক সেক্টর ৫-এর মধ্যে যোগাযোগকারী মাধ্যম।

প্রসঙ্গত, নিউটাউন ও সল্টলেক সেক্টর ৫-দুটি এলাকাই আইটি সেক্টর নামে খ্যাত। প্রচুর মানুষের জীবিকার ঠিকানা। শহরের দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে যাতায়াত করে প্রচুর সংখ্যক গাড়ি। এই সেতুর ফলে যানযট যেমন কমবে, কম সময়ে যাতায়াতও করা যাবে।

মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি বক্তৃতা দিলেও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম,অগ্নি নির্বাপক মন্ত্রী সুজিত বসু,বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস,মেয়র কৃষ্ণা চক্রবর্তী,হিডকো চেয়ারম্যান দেবাশীষ সেন সহ তৃনমূলের অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরা।

 

 

আরো পড়ুন:Murshidabad:হতদরিদ্র রাজমিস্ত্রি থেকে রাতারাতি কোটিপতি!আতঙ্কে নিরাপত্তা চেয়ে থানার দ্বারস্থ নয়া কোটিপতি