ফের নোট বাতিল!এবার তুলে নেওয়া হবে ২ হাজার টাকার নোট (2000 Rupees Note)!দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা।এবার পড়ল সিলমোহর।২০০০ টাকার নোট আর ছাপবে না রিজার্ভ ব্যাঙ্ক।

২০১৬ সালের ৮ নভেম্বর তারিখে ভারতে পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি।সাত বছর পর ফের নোট বাতিলের সিদ্ধান্ত।

শুক্রবার রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়, ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত নতুন ২ হাজার টাকার নোট বৈধ থাকবে। ব্যাংকে গ্রাহকরা ২ হাজারের নোট জমা দিয়ে অন্য টাকা নিতে পারবে। ২৩শে মে থেকে ব্যাংকে চালু হবে ২ হাজার টাকার নোট গ্রহণ। একদিনে ২০ হাজার টাকার বেশি ২ হাজার টাকার নোট গ্রহণ করবে না ব্যাংক।

অর্থাত্‍,কোনও ব্যক্তির কাছে দু’হাজার টাকার নোট থাকলে তাঁকে ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে তা ব্যাংকে জমা করতে হবে।অন্যথায়,পয়লা অক্টোবর থেকে তা সবই বেকার হয়ে যাবে।

 

আরো পড়ুন:Egra Blast: এগরার আইসি মৌসম চক্রবর্তীকে বদলি করল রাজ্য