বেআইনি (Budge Budge) বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৩ জনের মৃত্যুর পর ঘটনাস্থল খতিয়ে দেখতে বজবজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় বজবজে ঘটনাস্থলে পৌঁছবেন তিনি।

এদিন মন্ত্রিসভার বৈঠকে বজবজের নন্দরামপুরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন মমতা। তার পরই তাঁর নিরাপত্তার ব্যবস্থা শুরু করে প্রশাসন।রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ বজবজের নন্দরামপুরের দাসপাড়ায় একটি অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ হয়।

বিস্ফোরণে ঘটনাস্থলেই (Budge Budge) মৃত্যু হয় ২ জনের। অন্যজনের বেহালা ESI হাসপাতালে চিকিত্‍সারত অবস্থায় মৃত্যু হয়। এই ঘটনায় রাত থেকেই এলাকায় তল্লাশি শুরু করে বজবজ থানার পুলিশ।

রাতভর পুলিশি তল্লাশিতে প্রচুর অবৈধ বাজি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার এই ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেয় রাজ্য সরকার।

এর পর নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বার বার বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কেন প্রশাসন অবৈধ বাজি কারখানার বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করছে না তা জানতে চান তিনি।

এই বাজি কারখানাগুলি বন্ধ করতে প্রশাসনকে পদক্ষেপ করতে নির্দেশ দেন তিনি। সঙ্গে বেআইনি বাজি কারখানার ওপর নজর রাখতে বিশেষ কমিটি তৈরি করেন। জনশূন্য স্থানে কোথাও বাজির ক্লাস্টার তৈরি করা যায় কি না তাও খতিয়ে দেখতে বলেন তিনি।