রক্তদান মানেই জীবনদান!রাজ্যে রক্তের প্রয়োজনীয়তা মেটাতে আজ বাঁকুড়া (Bankura) জেলা সমাজ কল্যাণ সমিতি ক্ষত্রিয় সমাজের পক্ষ থেকে সাড়ম্বরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বেলিয়াতোড়ে।

এদিন রক্ত দিতে আসা প্রত্যেকটি মানুষকে ক্ষত্রিয় সমাজের পক্ষ থেকে একটি করে গোলাপ ফুল এবং একটি করে টি-শার্ট দিয়ে অভিনন্দন জানানো হয়।

এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বেলিয়াতোড় থানার ওসি বলদেব পাত্র,বাঁকুড়া জেলা ক্ষত্রিয় সমাজের সভাপতি ও প্রত্যেকজনের সভাপতি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

ক্ষত্রিয় সমাজের সভাপতি এদিন জানান,-রক্তের ঘাটতি মেটাতে আজ এই রক্তদান শিবিরের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মহিলা পুরুষ মিলে ১০০ জন মানুষদের আজ রক্ত দান করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

আরো পড়ুন:Balighat:বালিঘাট খুললেও, কমল না দাম!অস্বস্তিতে এলাকাবাসী-সহ ট্রাক মালিকরা