পঞ্চায়েত ভোটের আগেই ভোট পরবর্তী হিংসার ঘটনা আবারও মনে করিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)!

মূলত,২০২১ সালের ২রা মে নির্বাচনের ফলাফল ঘোষনা হওয়ার পর, নন্দীগ্রাম বিধানসভায় বর্তমানের আঞ্চলিক দল তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জির পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তৃণমূলের গুন্ডারা নন্দীগ্রামের সনাতনী বিজেপি কর্মীদের উপর নির্বিচারে অত্যাচার শুরু করে। এমন পরিস্থিতিতে ২০২১ সালের ৩রা মে নন্দীগ্রাম বিধানসভার চিল্লগ্রামের বিজেপির সক্রিয় কর্মী দেবব্রত মাইতি তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত হন। এরপর ওনাকে হাসপাতালে ভর্তি করা হলে, ১৩ই মে অর্থাৎ আজকের দিনেই হাসপাতালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ নন্দীগ্রামের সনাতনী শহীদ স্বর্গীয় দেবব্রত মাইতির বলিদান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তিতে ওনার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে ওনাকে স্মরণ করে ঈশ্বরের কাছে দেবব্রত মাইতির বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

আরো পড়ুন:Kubbra Sait: নওয়াজের সম্পর্কে কি তথ্য দিলেন ‘সেক্রেড গেমস’-এর ‘কুকু’?