মিলল না পুলিশের অনুমতি।বাঁকুড়া জেলার সিমলাপালে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পূর্ব নির্ধারিত সভা ‘বাতিল’ করলো বিজেপি।বুধবার রাতে এই খবর জানান বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডল।

সুনীল রুদ্র মণ্ডল বলেন,-সমস্ত নিয়ম মেনে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হলেও পুলিশ অনুমতি দিতে ‘টালবাহানা’ করছিল। সভার আগের রাতেও পুলিশী অনুমতি না পেয়ে সভা স্থগিত রাখতে হলো।রাজ্যের পুলিশ প্রশাসন ও মুখ্যমন্ত্রী যেখানে ঠিকই করে ফেলেছেন তাঁরা বিরোধী দলনেতার কার্যক্রমে বাধা দেবেন সেখানে আর তাঁদের উপর ভরসা রাখা যায়না। আগামী দিনে হাইকোর্ট থেকে অনুমতি নিয়েই সিমলাপালেই তাঁরা সভা করবেন বলে জানান।

যদিও এই প্রসঙ্গে সিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি ফাল্গুনী সিংহবাবু বলেন, ঐ সভায় লোক হবেনা বুঝতে পেরেই তড়িঘড়ি বিজেপি সভা বাতিল করেছে। পুলিশী অনুমতি না দেওয়ার বিষয়টি বলে বিজেপি মানুষকে ‘ভাঁড় বোঝাচ্ছে’ বলেও তিনি দাবি করেন তিনি।

সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর সভা বাতিলকে কেন্দ্র করে,ক্রমশ রাজনৈতিক উত্তেজনার পারদ ছড়াচ্ছে সিমলাপালে।এখন এই ঘটনা কোন দিকে মোড় নেই,সেটাই দেখার!

 

আরো পড়ুন:TMC:তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি!ফের উত্তপ্ত বসিরহাট