রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায়শই বোমা উদ্ধারের ঘটনা নজরে আসে। কখনও শাসকদের নেতার বাড়ি, তো কখনও বিরোধীদলের নেতার বাড়ি। বোমা ফেটে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনারও সাক্ষী হয়েছে পশ্চিমবঙ্গ। ভোটের ময়দানে বোমাবাজির ঘটনাও আকছাড় দেখা যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে। সোমবার খড়দহ থানার অন্তর্গত উত্তর ২৪ পরগনার টিটাগড় (Titagarh) পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড জগত বল্লভভাই রোড এলাকা থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করল খড়দহ থানার পুলিশ।

এই বোমা রাখার অভিযোগ উঠেছে মোহাম্মদ শাহীদ ও মোহাম্মদ শাহবাজ নামের দুজন অস্থায়ী হোমগার্ডের বিরুদ্ধে। বোমা রাখার অভিযোগে দুই হোমগার্ডকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। পাশাপাশি সাসপেন্ডও করা হয়েছে অভিযুক্ত দুই হোমগার্ডকে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে। গোটা ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন টিটাগড় পৌরসভার পুরপ্রধান কমলেশ সাউ। বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আতঙ্ক।

 

আরো পড়ুন:Gnaatchhora: ৫০০ পর্বের সেলিব্রেশন হলো খড়িকে বাদ দিয়েই, কি বললেন অনিন্দ্য?