পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) তমলুকে অবস্থিত দেবী বর্গভীমা মন্দির! পুরাণ মতে, সতীর বাঁ পায়ের গুল্ফ পড়ে ছিল এখানে; তাই ৫১ পীঠের এক পিঠ এই দেবী বর্গভীমা মন্দির। প্রতিদিনের থেকেও এই বিশেষ দিনগুলিতে ভক্তদের ভিড় জমে মন্দিরে। বাংলা বছরের প্রথম দিন তথা ১লা বৈশাখে সুখ-শান্তি কামনায় মায়ের কাছে হাজির হন লাখ লাখ ভক্তরা। মায়ের কাছে পুজো দিয়ে নতুন বছর শুরু করতে চান সবাই, যাতে সারা বছর সুখ-শান্তিতে কাটে।
সেই কারণে বছরের শুরুতেই লম্বা লাইন পড়ে মন্দিরে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই ভক্তরা আসেন মন্দিরে। ভোর চারটা থেকে শুরু হয় পুজো ও পুষ্পাঞ্জলি। শুভ কামনায় ব্যবসায়ীরাও এদিন মায়ের কাছে খাতা পুজো করতে আসেন। মন্দির চত্বরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মোতায়েন রয়েছে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা।
পাশাপাশি রাস্তায় যাতে যানজট কম হয়, সেই কারণে রাস্তার বিভিন্ন প্রান্ত থেকে তমলুক শহরের রাস্তায় টোটো এবং বড় যানবাহন ঢোকা বন্ধ করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে।
আরো পড়ুন:Sabyasachi Chowdhury: শুরু হতে চলেছে রামপ্রসাদের পথচলা, কি বলছেন অভিনেতা?