বাংলা নতুন বছরের প্রাক্কালে জেলার ৫০১ জনের হাতে উপহার হিসেবে মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে নজির গড়ল বাঁকুড়া (Bankura) জেলা পুলিশ। বাঁকুড়া পুলিশ লাইনের ড্রিল সেডে শিবির করে এই মোবাইল প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এদিন,আনুষ্ঠানিক ভাবে এই মোবাইল ফিরিয়ে দেওয়ার শিবিরের সূচনা করেন জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারী।উপস্থিত ছিলেন জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরাও।

বাঁকুড়া জেলা পুলিশের সন্ধান নামে ওয়েব এপ্লিকেশনের মাধ্যমে অভিযোগ জানিয়ে অনেকেই এদিন তাদের মোবাইল ফিরে পেলেন।অনেকে মোবাইল চুরি হয়ে যায়,বা হারিয়ে যায়,বা খোয়া যাওয়ার ঘটনা ঘটে। তারা সংশ্লিষ্ট থানায় ডাইরি করেন। তার ভিত্তিতেও তদন্তে নেমে পুলিশ মোবাইল উদ্ধার করে।

হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরিয়ে পেয়ে সাধারণ মানুষেরা বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসনকে অনেক ধন্যবাদ জানান এত জলদি রিকভারি করে দেওয়ার জন্য।এদিন এক রিপোর্টারেরও হাতেও তার খোয়া যাওয়া মোবাইল ফোন তুলে দেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারী।

 

আরো পড়ুন:Murshidabad:ঐতিহ্যবাহী গাজন উত্‍সবে মেতে উঠল মুর্শিদাবাদের কান্দি শহরবাসী