ভর সন্ধ্যায় শ্যুটআউটের ঘটনা ঘটল আমডাঙ্গায় (Amdanga)।তৃণমূলের (TMC) এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা।তাঁর ডান পায়ে গুলি লেগেছে।গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল কর্মীকে নিয়ে আসা হয়েছে আমডাঙ্গার গ্রামীণ হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আমডাঙ্গা থানার আওয়ালসিদ্দি মোড়ে।পুলিশ সুত্রে জানা গেছে,জখম ব্যাক্তির নাম আব্দুল জসিম।লটারির টাকা নিয়ে বচসা,মারপিটকে কেন্দ্র করে গন্ডগোলের জেরেই শ্যুটআউটের ঘটনা বলেই জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, আমডাঙ্গার আওয়ালসিদ্দি মোড়ে স্থানীয় একটি লটারির দোকানে সোমবার গিয়েছিলেন স্থানীয় যুবক আব্দুল জসিম।সেখানে তার পরিচিত কয়েক জন যুবকও ছিলেন।সকলেই শাসক দলের সঙ্গে যুক্ত।লটারির টাকা নিয়ে প্রথমে গন্ডগোল বাঁধে দুপক্ষের মধ্যে।মারপিটও হয়েছিল।সাময়িক ভাবে মিটেও গিয়েছিল।এদিন দুপুরে সেই একই বিষয় নিয়ে ফের দুপক্ষের মধ্যে ঝামেলা বাঁধে।আব্দুল জসিম ফিরে আসেন বাড়িতে।
এরপর এদিন সন্ধ্যায় আওয়ালসিদ্দি মোড়ে আসেন ওই লটারির দোকানের সামনে আসেন আব্দুল জসিম।সেখানে একই ইস্যুতে ফের একপ্রস্থ ঝামেলা হয়।এরপরেই অভিযোগ, তৃণমূল কর্মী আব্দুল জসিমকে লক্ষ্য করে গুলি চালায়।
প্রত্যক্ষদর্শীরা দাবি, তিন রাউন্ড গুলি চলে।এরমধ্যে দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে।একটি গুলি এসে লাগে আব্দুল জসিমের ডান পায়ে।রক্তাক্ত অবস্থায় পড়ে যান শেখ জসিম।ভর সন্ধ্যায় শ্যুটআউটের ঘটনায় স্বাভাবিক ভাবেই আতংকিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা সহ অন্যান্য ব্যাবসায়ীরা।স্থানীয়রাই রক্তাক্ত তৃণমূল কর্মীকে নিয়ে আসেন আমডাঙ্গার গ্রামীণ হাসপাতালে।
জখম আব্দুল জসিম বলেন,লটারির টাকা নিয়ে একটা গন্ডগোল হয়েছিল ।এদিন সন্ধ্যায় আমায় লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়েছে। যারা গুলি চালিয়েছে তারাও তৃণমূলের।দুটো গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও একটা পায়ে লাগে।
আমডাঙ্গা ব্লকের তৃণমূলের সভাপতি জ্যোতিরময় দত্ত বলেন,এদিনের সন্ধ্যায় শ্যুটআউটের ঘটনা কোন রাজনৈতিক বিষয় নয়।লটারির টাকা নিয়ে স্থানীয় কয়েক জনের মধ্যে বচসা, মারপিট থেকেই গুলি চলেছে।পুলিশ বিষয়টি দেখছে।
আরো পড়ুন:Nawazuddin Siddiqui: বিয়ে ভাঙছে নওয়াজের, কি বলছেন তার স্ত্রী ও ভাই?