রাস্তায় গড়াগড়ি খাচ্ছে ওএমআর শিট (OMR Sheet)।নিয়োগ দুর্নীতির মাঝে এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়ায় গড়িয়াহাটে।খবর পেয়ে পুলিশ এসে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়।জানা গিয়েছে,এদিন রাসবিহারী এভিনিউর খাদিমস এর শো রুমের সামনে থেকে ওএমআর শিটগুলি উদ্ধার হয়।

তবে এই ওএমআর শিটগুলিকে যাচাই করে দেখা গিয়েছে এগুলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা পরীক্ষার উত্তরপত্র।আবার সেগুলিতে পরীক্ষার্থীদের স্বাক্ষরও ছিল।কোথা থেকে কী ভাবে ওই ওএমআর শিটগুলি এল,কেন সেগুলি জুতোর দোকানের সামনে পাওয়া গেল,কে বা কারা এর সঙ্গে জড়িত,তা জানা যায়নি।গড়িয়াহাট থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য,কিছুদিন আগেই বোলপুরের এক চায়ের দোকানে দেখা যায় ওএমআর সিটে মোড়ানো কেক বিক্রি হচ্ছে।সেখানে আবার কারও নাম,নম্বর সবই লেখা।এই জিনিস দেখামাত্রই শোরগোল পড়ে যায় চায়ের দোকানে।এত গুরুত্বপূর্ণ জিনিস কী ভাবে এই জায়গায় এল,সেই প্রশ্নই স্বাভাবিকভাবে চলে আসে মানুষের মনে।যদিও এই ব্যাপারে চায়ের দোকানের মালিক সেইভাবে কিছুই বলতে পারেননি।এখন এই ঘটনা কোন দিকে মোড় নেই সেটাই দেখার!

 

আরো পড়ুন:Imran Khan : প্রাক্তন বলিউড অভিনেতা ইমরান খানের স্ত্রীয়ের পোস্ট ঘিরে শুরু বিবাহ বিচ্ছেদের জল্পনা!