বিগত বছরগুলোর ন্যায় এবছরও কলকাতার (Kolkata) শতাব্দী প্রাচীন মহামেডান স্পোর্টিং ক্লাবের অফিসিয়াল ফ্যান ক্লাব ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাব এর উদ্যোগে প্রকাশিত হলো “মহামেডান সিজন বুক ২০২১-২২”।গত রবিবার অর্থাৎ ১৯ শে মার্চ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এ এই বইটির শুভ উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী তথা বাংলার ক্রিকেট দলের অধিনায়ক মনোজ তিওয়ারি।বইটি লিখেছেন বিশিষ্ট লেখক প্রশান্ত গুপ্ত।
এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সিনিয়র অফিসিয়াল বেলাল আহমেদ খান,প্রাক্তন সম্পাদক দানিশ ইকবাল,আইএফএ সহ-সভাপতি সৌরভ পাল,মহামেডান ক্লাবের দুই দিকপাল প্রাক্তন ফুটবলার আব্দুল খালেক ও আবিদ হোসেন,বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল জাগলিং গার্ল বিপাশা,লেখক প্রশান্ত গুপ্ত,ফ্যান ক্লাবের সভাপতি মহঃ মিরাজ,সম্পাদক সেক নাজিবুল হাসান প্রমুখ।
এই অনুষ্ঠানে একদিকে যেমন সকলের বিচারে মহামেডান সমর্থক সেক আনোয়ার হোসেন কে “মহামেডান পাগল” খেতাবে ভূষিত করা হয়,সেইরকম মনিরা সুলতানা,বাহারুল ইসলাম,সেক লাবিব ও ওমর ফারুক কে “বর্ষসেরা মহামেডান ফ্যান” এর সম্মান প্রদান করা হয়।
শুধু তাই নয়,সামগ্রিক কার্যকলাপের ভিত্তিতে ও নিজ জেলাতে ফুটবলের অগ্রগতির কর্মসূচির নিরিক্ষে আপামর সদস্য সমর্থকদের বিচারে মহামেডান এর অফিসিয়াল ফ্যান ক্লাব এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখা তথা এই শাখার হেড কোয়ার্টার হিসাবে পরিচিত ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এফ.সি’ ফ্যান ক্লাবের ২৫ টি জেলা শাখার মধ্যে “বর্ষসেরা জেলা শাখা”র সম্মান পেয়ে জেলাবাসী কে গর্বিত করে তোলে।
এদিন এই জেলা শাখার অন্যতম কর্মকর্তা সেক আজহার উদ্দিন,সেক আরমানদের হাতে সাম্মানিক শংসাপত্র,মোমেন্টো প্রভৃতি তুলে দেন মহামেডান ও ফ্যান ক্লাবের অফিসিয়ালরা।এই সম্মানে সম্মানিত হয়ে স্বভাবতঃই আনন্দিত ও আপ্লুতঃ পশ্চিম মেদিনীপুর জেলা শাখার অন্যতম প্রধান কর্মকর্তা তথা ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাব (অফিসিয়াল) এর যুগ্ম সহ-সভাপতি সেক আজহার উদ্দিন বলেন- “এই পুরস্কার আমরা জেলাবাসী কে উৎসর্গ করলাম,এই কৃতিত্ব আমাদের জেলার আপামর ক্রীড়া প্রেমীর।আমরা আগামীদিনেও আমাদের জেলার ফুটবলের প্রসারে এইভাবেই কাজ করে যাওয়ার চেষ্টা করবো ও জেলার প্রতিটি বাড়িতে বাড়িতে মহামেডান ক্লাবের ঐতিহ্য ও সুনাম পৌঁছে দেবো”।