গোটা বিশ্ব ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে হিসেবে পালন করলেও, এই দিনটি ভারতের ইতিহাস ‘ব্ল্যাক ডে’ (Black Day) হিসেবেই পরিচিত। কারণ, ২০১৯ সালের পুলওয়ামায় বয়ে যাওয়া সেই রক্ত গঙ্গা, যা ছিল ভারতীয় নিরাপত্তা বাহিনীর উপর সবচেয়ে মারাত্মক হামলার একটি।

হ্যাঁ, এই ১৪ই ফেব্রুয়ারি-র দুপুরেই কাশ্মীরের পুলওয়ামায় CRPF-এর কনভয়ে হওয়া হঠাৎ জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণেই ছিন্নভিন্ন হয়েছিল ৪০ জন জওয়ানের শরীর। সেই স্মৃতি আজও ভুলতে পারেনি দেশবাসী। যদিও, ঐদিনের রক্তমাখা সেই স্মৃতি ভুলবারও নয়।

এই নৃশংস ঘটনা ঘটিয়েছিল প্রতিবেশী দেশ পাকিস্তান। আজও মনে একরাশ ক্ষোভ পুষে পুলওয়ামাতে হওয়া সেই জঙ্গি হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় গোটা দেশ। আজও ভারতবাসীর মনে সেই স্মৃতি তাজা। দেশবাসী ভুলতে পারেনি সেই ভয়ঙ্কর দিনের কথা। আর সেই কারণেই, আজও ভালোবাসার দিবসটি পালিত হয়ে আসছে ‘কালা দিবস’ হিসেবেই। তবে, আপনি চাইলে অবশ্যই এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করতেই পারেন আজকের এই ভালবাসা দিবস।

 

আরো পড়ুন:Zia Mohyeddin : প্রয়াত হলেন হলিউডে কাজ করা প্রথম পাকিস্তানি অভিনেতা জিয়া মহিউদ্দিন!