তৃণমূল কংগ্রেস সরকারের অন্যতম লক্ষ্য শিল্পায়ন।আর জেলা জুড়ে সেই উন্নয়ন অব্যাহত।সেই লক্ষ্যকে সামনে রেখে লক্ষীবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভার্চুয়াল উপস্থিতির মধ্যে দিয়ে বারাসাত স্টেডিয়ামে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন,শিলান্যাস ও পরিষেবা প্রদান করা এদিন।আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ,উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী থেকে বারাসত জেলা পুলিশে সুপার রাজনারায়ণ মুখার্জি সহ জেলা প্রশাসনিক আধিকারিক এবং অন্যান্য নেতৃত্বরা।

এই অনুষ্ঠানের মাধ্যমে এদিন খাদ্যমন্ত্রী বলেন,-রাজ্য সরকারের সব প্রকল্পগুলির জেলা পর্যায়ে টোকেন হিসাবে কিছু কিছু দেওয়া হয়েছে।রাজ্যের মুখ্যমন্ত্রী হাওড়ায় এটা প্রথম শুরু করবার পরে সব পৌরসভা এবং ব্লক তারা নিজেরা দিচ্ছে।কিন্তু জেলা পর্যায়ে একটা টোকেন হিসাবে দেওয়া হচ্ছে।মুখ্যমন্ত্রীর নির্দেশ মত আজকে রাজ্যের সমস্ত জেলা জুড়ে প্রায় ৬লক্ষ মানুষকে এই পরিষেবা দেওয়া হল বলে জানান মন্ত্রী রথীন ঘোষ।

অন্যদিকে জেলাশাসক শরৎকুমার ত্রিবেদী জানান,-আমাদের জেলার প্রায় ৩০ টি প্রকল্প আজ উদ্বোধন করা হলো।যার মধ্যে ২০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে।দেখা যায় এদিন বারাসাত স্টেডিয়ামে স্বাস্থ্য ও পরিবার কল্যাণের কিছু বিশেষ প্রকল্পের শুভ উদ্বোধন হয়,সাথে সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদানও করা হয়।

 

আরো পড়ুন:ED:হাইকোর্টেই গ্রেফতার আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত হাওড়ার ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে