বুধবার বারাসাত (Barasat) পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডাঃ সুমিত কুমার সাহার উদ্যোগে ও রামকৃষ্ণপুর নবোদয় সংঘের পরিচালনায় বুধবার ২০ তম বুড়িবু কাপের উদ্বোধন করলেন,রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ (Rathin Ghosh)।এমনকি উদ্বোধনী অনুষ্ঠানে এসে ব্যাট হাতে নিয়ে মাঠে নামতে দেখা যায় খাদ্যমন্ত্রীকে।
মন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,-বারাসত পুরসভার পৌরপ্রধান অশনি মুখার্জি,উপ পৌরপ্রধান তাপস দাশগুপ্ত,পৌর পারিষদ সদস্য অভিজিত নাগ চৌধুরী,সৌমেন আচার্য সহ অন্যান্য পৌরপিতা ও পৌরমাতাগণরা।এই অনুষ্ঠানের উদ্যোক্তা সূত্রে জানা গিয়েছে,বুড়িবু কাপকে কেন্দ্র করে তিন দিন ধরে চলবে নানান কর্মসূচি।১৬ টি টিমের মধ্যে দিবা রাত্রি আন্ডার হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট চলবে।বৃহস্পতিবার রয়েছে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা।২৭ শে জানুয়ারি রয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির।
উদ্বোধনের পরে রাজ্যের খাদ্যমন্ত্রী সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে জানান,-“মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চেষ্টা করছেন খেলাধুলার মধ্য দিয়ে যেনো বাংলায় ক্রীড়া সংস্কৃতির উন্নতি হয়।এখানে শুধু খেলা নয়,রক্তদান শিবির,মানুষের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে একটা অনুষ্ঠান করা হচ্ছে।কালকে প্রজাতন্ত্র দিবস।সেটা যেমন পালিত হবে।তেমনি দেশের যারা শহিদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে।” পাশাপাশি এই ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানান মন্ত্রী।অন্যদিকে সুমিত কুমার সাহা প্রথমেই খাদ্যমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করার জন্য তিনি ধন্যবাদ জানান।
পাশাপাশি রামকৃষ্ণপুর নবোদয় সংঘ এত সুন্দর উপহার বারাসাতবাসীকে দেওয়ার জন্য তিনি ওই সংঘের প্রতিটি সদস্য সদস্যার কাছে কৃতজ্ঞতা জানান।এরপরই তিনি বলেন,-খেলার কিছু বিধিনিষেধ রয়েছে।অত্যন্ত সুশৃংখলার সাথে খেলাধুলা হচ্ছে এখানে।খেলাধুলা মানুষিক বিকাশের প্রকাশ।তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সব সময় আমাদের উৎসাহিত করে।এবং আজকে তারই একটি ছোট্ট প্রয়াস আয়োজন করা হয়েছে এখানে।
আরো পড়ুন:ED:দীর্ঘ জিজ্ঞাসাবাদে মেলেনি সদুত্তর!বুধেও মুখোমুখি বসানো হচ্ছে তাপস-কুন্তলকে,ডাকা হলো শান্তনুকেও