টানা ১৩ ঘণ্টা তাপস মন্ডল এবং কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করেও মেলেনি সদুত্তর।তাই আজ আবারো তাপস মন্ডলকে ইডির (ED) দপ্তরে ডেকেছেন তদন্তকারীরা।জানা গিয়েছে,আজ আবারো তাপস এবং কুন্তলকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে ইডি আধিকারিকরা।তবে জানা গেছে আজ তাপস কুন্তলের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও (Shantanu Banerjee)।

মূলত,কয়েকদিন আগে কুন্তলের বিরুদ্ধে ১৯ কোটি তোলার অভিযোগ তুলেছিলেন এই তাপস মণ্ডলই।তারপরই তাকে জেরা,তল্লাশি করার পর গ্রেফতার করে ইডি।বর্তমানে কুন্তল ঘোষ ইডির হেফাজতে বন্দি।তবে কুন্তল গ্রেফতার হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইডি আধিকারিকদের হাতে।বারবার কুন্তল দাবি করেছেন,-তাপস মণ্ডলকে তিনি ৫০ লক্ষ টাকা দেননি বলে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।তাদের কথোপকথনের রেকর্ড জমা দিয়েছেন তিনি ইডি আধিকারিকদের কাছে।যদিও তাপসের পালটা দাবি,তিনি কোনও টাকা চাননি।বরং যে চাকরিপ্রার্থীর টাকা কুন্তল নিয়েছিলেন,সেই টাকা ফেরত দিতে বলেছিলেন।তাই কে সত্যি বলছেন?কুন্তল?নাকি,তাপস?সেই রহস্য ভেদ করতে গতকাল একসঙ্গে তাপস কুন্তলের জিজ্ঞাসাবাদ করে ইডি।কিন্তু তাতে কোনো লাভ হয়নি।

বরং মঙ্গলবার মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময় বচসায় জড়িয়ে পড়ছিলেন তাপস-কুন্তল।বারবার গোপাল দলপতির প্রসঙ্গ উঠে আসছিল নাকি।তাই এবার তিনজনকেই অর্থাৎ কুন্তল তাপস শান্তনুকে একসঙ্গে বসিয়ে আজ জিজ্ঞাসাবাদ করবে ইডি (ED)।

ইডি সূত্রে খবর,শুক্রবার শান্তনুর বাড়িতে অভিযান চালানোর সময় একাধিক নথির মধ্যে বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর অ্যাডমিট কার্ডের জেরক্স কপি মিলেছে।কেন সেগুলো তাঁর কাছে ছিল,সে উত্তর মেলেনি।আজ সেই বিষয়ে জানতে চাওয়া আবারও হবে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

 

আরো পড়ুন:TMC:পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত মুর্শিদাবাদ!কাতরাতে কাতরাতে মৃত্যু হলো গুলিবিদ্ধ তৃণমূল নেতার