সাধারণ মানুষদের মধ্যে পরিবেশ সংক্রান্ত সচেতনতা গড়ে তুলতে প্রতি বছরই মধ্যমগ্রামে পরিবেশ সচেতনতা মেলা করা হয়।এবছরও তার ব্যতিক্রম হলো না।শুক্রবার সাড়ম্বরে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের (Rathin Ghosh) উপস্থিতিতে ১৭তম পরিবেশ সচেতনতা মেলার শুভ সূচনা করা হয়।দেখা যায় এদিনের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন,জলসম্পদ অনুসন্ধান উন্নয়ন ও পরিবেশ দপ্তর মন্ত্রী প্রাক্তন পরিবেশ মন্ত্রী মানস রঞ্জন ভূইয়া,সংসদ কাকলি ঘোষ দস্তিদার,সহ সভাধিপতি কৃষ্ণ গোপাল ব্যানার্জি,পৌর প্রধান নিমাই ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

এদিনের অনুষ্ঠানের মাধ্যমে রথীন ঘোষ বলেন,-“পরিবেশ সম্বন্ধে যাতে মানুষের একটা ধ্যান-ধারণা তৈরি করা যায় তার জন্য এই মেলাটা শুরু করেছিলাম আমরা।”খাদ্যমন্ত্রীর মতে,-“পরিবেশকে ঠিক রাখার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।কারণ সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব না।কারণ শুধু আইন দিয়ে সবকিছু সম্ভব নয়।তার জন্য সশরীরে যাতে সবাই এটা দেখতে পারে,যে গাছ কাটলে কি কি ক্ষতি হয় তার জন্যই মূলত এই উদ্যোগ আমাদের।”

এদিকে এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে কাকলি ঘোষ দস্তিদার পরিবেশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারকে একাধিক বিষয়ে তোপ দাগেন।তিনি বলেন,-“দুটি জিনিস আছে যেগুলো কেন্দ্রীয় সরকারের নজর দেওয়া উচিত।একটা হচ্ছে ক্রিউটো প্রটোকল দিয়ে আমাদের হাওয়াটাকে পরিষ্কার রাখা।এবং দ্বিতীয় হলো আমাদের দেশের গাছ,ফুল গুলোকে কেন্দ্রীয় সরকার যেভাবে ধ্বংস করছে।সেগুলো আর না করা।”

 

আরো পড়ুন:Indian Army:ভয়াবহ দুর্ঘটনা সিকিমে!প্রাণ হারালেন ১৬ জন জওয়ান,আহত ৪