দীর্ঘদিন ধরে বন্ধ গুরুত্বপূর্ন ফ্রুট ব্রিজ।যার জন্য প্রবল সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের।এবার এই নিয়ে রুখে দাঁড়ালেন বারাসাত (Barasat) ১০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি দেবব্রত পাল।মঙ্গলবার পৌরপ্রতিনিধির উদ্যোগে বারাসাত ৫ নম্বর প্লাটফর্মে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।

তাদের দাবি,মানুষের যাতায়াতের জন্য ব্রিজটি খুলে দিতে হবে।কেননা ওই ব্রিজ দিয়ে গেলেই একদিকে হাসপাতাল,অন্যদিকে বারাসাত কোর্ট যাওয়া যেত অনায়াসে।এছাড়াও বারাসাত হাসপাতাল এবং বাজার সমস্ত কিছুই দ্রুত যাতায়াত করা যেত।কিন্তু এখন মানুষকে বারাসাত কলোনি মোর হয়ে ঘুরে অনেকটা রাস্তা যেতে হচ্ছে।তার সাথে আরো অনেক সমস্যায় পড়তে হচ্ছে।এদিকে পুরনো ফ্রুট ব্রিজ বন্ধ হলেও নতুন একটি ব্রিজ অবশ্য চালু করা হয়েছে।তবে সেটি দিয়ে যাতায়াত করলেই স্টেশনে নামতে হচ্ছে নিত্যযাত্রীদের।আর তাই ফাইনও গুনতে হচ্ছে এলাকাবাসীদের।অর্থাৎ বলা যায় এক প্রবল সমস্যার মুখে পড়ে রয়েছে বর্তমানে বারাসাতবাসী।

এদিন এই বিষয়ে দেবব্রত পাল বলেন,-“রেল তো মানুষের জন্য।এখন নতুন ফ্রুট ব্রিজ দিয়ে যাওয়ার জন্য মানুষদের ফাইন করা হচ্ছে,এমনকি অ্যারেস্ট করা হচ্ছে।এর জন্য যতদূর যেতে হয় যাবো।আজকে থেকে আমরা অবস্থান বিক্ষোভ শুরু করলাম।রেল কর্তৃপক্ষর কাছে আমাদের দাবি পুরনো ফ্রুট ব্রিজটি নতুন করে নির্মাণ করা হোক।আর তা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করবো আমরা।”

 

আরো পড়ুন:Partha Bhowmick:কেষ্টপুর খালের সমস্যা সমাধানে এগিয়ে এলেন সেচমন্ত্রী