এবার আরও একবার তৃণমূলের দুর্নীতি ইস্যু নিয়ে বোমা ফাটালেন তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)।রবিবার পানিহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে এক কম্বল বিতরণী অনুষ্ঠানে যোগ দেন শোভনদেব।সেখানেই তিনি নিজের দল সম্পর্কে বিস্ফোরকমূলক মন্তব্য করেন।বলেন,-“লোকে বলছে আমাদের দলে চোর আছে।আছে তো।আমি তো সেই দল খুঁজছি,যে দলে একটাও চোর নেই।যে দলে চোর নেই সেই দলের পার্টি অফিসে ঝাঁট দিতেও পারি।”

এরই পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়কে নিয়েও এদিন মুখ খুলেছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।তিনি বলেন,-“৫০ কোটি টাকা পাওয়া গিয়েছে পার্থবাবুর নামে। খুব অন্যায় করেছে।শাস্তি পেলে আমাদের কিছু দুঃখ নেই।পার্থকে একদিন হাতে করে রাজনীতিতে আমিই এনেছিলাম।তার জন্য আমার দুঃখ আছে,বেদনা আছে।”

এদিকে,শোভনদেব চট্টোপাধ্যায়ের দুর্নীতি ইস্যুতে এই মন্তব্যের জোর চর্চা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।সিপিএম নেতা তথা সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য এদিন বলেন,-“প্রকৃতপক্ষে শোভনদেববাবু দুর্নীতির পক্ষেই সওয়াল করলেন।এটাই দুঃখের।তিনি নিজেকে সত্‍ প্রমাণ করার চেষ্টা করছেন।কিন্তু তাঁর বক্তব্য জোরালোভাবে দুর্নীতির পক্ষে।তাঁর নেত্রীকে তিনি ছেড়ে আসতে পারছেন না।যে নেত্রী এই দুর্নীতির উত্‍স-মুখ।এই সব বলে বাঁচতে পারবেনা না।ওই দলের সবাই চোর।’

অন্যদিকে,বিজেপি নেতা রাহুল সিনহা বলেন,-“তৃণমূলের গোটাটাই দুর্নীতিতে ক্ষয় হয়ে গিয়েছে।যে পার্টিতে এত দুর্নীতি,সেই পার্টির লোক কী করে অন্য পার্টির দুর্নীতি খুঁজবে?গোটাটাই যাদের দুর্নীতি তাঁদের এত বড় বড় কথা বলার যৌক্তিকতা নেই।”

 

আরো পড়ুন:Gautam Pal:টেটের ফল প্রকাশ কবে হবে?জানালো পর্ষদ