এবার টেটের উত্তরপত্র আপলোড ওয়েবসাইটে করতে চাই পর্ষদ সভাপতি গৌতম পাল (Gautam Pal)।ইতিমধ্যেই এই নিয়ে চূড়ান্ত প্রস্তুতিও তিনি নিয়েও নিয়েছেন।জানা গেছে,টেটের উত্তরপত্র আপলোড নিয়ে শুক্রবারই বৈঠক করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ গৌতম পাল।

মূলত,চলতি সপ্তাহের শুরুর দিকেই উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করতে চায় পর্ষদ।উত্তরপত্র আপলোডের পর তা নিয়ে পরীক্ষার্থীদের মতামত নেবে পর্ষদ।তারপরেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে চায় পর্ষদ।যদিও ডিসেম্বর মাসের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে নাকি তা নিয়ে যদিও এখন আলোচনা করছেন পর্ষদের কর্তারা।পর্ষদ সূত্রে জানা গিয়েছে,এই বিষয় নিয়ে আলাপ-আলোচনা চলছে।

উল্লেখ্য,প্রাথমিকের টেটকে ঘিরে এবার নজিরবিহীন পদক্ষেপ নিয়েছিল পর্ষদ।প্রাথমিকের টেট নিয়ে পর্ষদের পদক্ষেপের ইতিমধ্যেই সন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টেও।পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরাও।প্রশ্ন মান সঠিক হয়েছে বলেই মত তাদের।সূত্রের খবর,পর্ষদের দফতরে মেল ও চিঠি দিয়ে ধন্যাবাদ জানিয়েছেন পরীক্ষার্থীরা।এখন ফল প্রকাশ কত দ্রুত করা যায়,তা নিয়েই মাথাব্যথা প্রাথমিক শিক্ষা পর্ষদের।

 

আরো পড়ুন:CID:লালনের রহস্য মৃত্যু নিয়ে সিবিআইকে নোটিশ সিআইডির