বালুরঘাটে (Balurghat) বিডিওকে মারধর করার ঘটনায় এবার অভিযুক্ত বিজেপি নেতা সুভাষ সরকারকে গ্রেপ্তার করলো পুলিশ।বুধবার সকালে বালুরঘাট শহরের জলযোগ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।জানা গিয়েছে,ধৃত বিজেপি নেতাকে শারীরিক পরীক্ষা করার পর আজই তোলা হবে বালুরঘাট জেলা আদালতে।
সূত্রের খবর,গত সোমবার ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অনাস্থা প্রস্তাব ভেস্তে যাওয়ায় বিজেপির জেডপি ১০ মন্ডলের সভাপতি সুভাষ সরকার বালুরঘাটের বিডিওর উপর হামলা চালায়।পরপর দুটি চেয়ার ছুঁড়ে মারা হয় বিডিওকে লক্ষ্য করে।সেই হামলার ছবি সিসিটিভিতে ধরা পড়ে।এরপরই বালুরঘাট ব্লক অফিসের পক্ষ থেকে সুভাষ সরকারের নাম সহ ১০ জন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্তে নামে পুলিশ।
পুলিশ সূত্রে খবর,গতকাল পুলিশের কাছে গোপন সূত্রের খবর আসে বালুরঘাটে অবস্থিত বিজেপির জেলা কার্যালয় লুকিয়ে রয়েছে ওই বিজেপি নেতা।এমন খবর পেতে রাতেই বিজেপি পার্টি অফিস চারদিক থেকে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ।মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।যদিও গভীর রাতে সেই ব্যারিকেড খুলে দেওয়া হয়।ঘটনাস্থল থেকে চলে যায় পুলিশ।এরপর আজ সকালে ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
আরো পড়ুন:Visva-Bharati University:উত্তপ্ত বিশ্বভারতী!রাতের অন্ধকারে ভাঙা হলো পড়ুয়াদের অবস্থান মঞ্চ