দুয়ারে রেশন (Duare Ration) দেওয়া কেন্দ্র করে এবার উত্তপ্ত হয়ে উঠল ধূপগুড়ি।দেখা যায়,মঙ্গলবার দুপুরে ধূপগুড়ির মাগুরমারী ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম মাগুর মারী এলাকায় ‘দুয়ারে রেশন’ নিয়ে তুমুল বিবাদ শুরু হয় রেশন ডিলার এবং উপভোক্তদের মধ্যে।দফায় দফায় বিক্ষোভ করে উপভোক্তরা।এমনকি রেশন ডিলারকে আটক পর্যন্ত করেন রেশন প্রাপকরা।
আর পরিস্থিতিতে এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পরিস্থিতি সামাল দিতে সেখানে তড়িঘড়ি উপস্থিত হন ধুপগুড়ি থানার পুলিশ।
তবে ঠিক কি নিয়ে এই বিবাদ?এই বিষয়ে উপভোক্তাদের থেকে জানা গিয়েছে,’অন্যান্য এলাকায় সেদ্ধ চাল দেওয়া হলেও তাদের এলাকায় শুধুমাত্র আতপ চাল দেওয়া হচ্ছে। তাদের প্রশ্ন একই এলাকায় অনান্য উপভোক্তদের সেদ্ধ চাল দেওয়া হলেও,তাদেরকে কেন আতপ চাল দেওয়া হবে?এদিন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পরিস্তিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ আধিকারিকদের।পরবর্তীতে তারা এদিন দুয়ারে রেশন বণ্ঠন বন্ধ করে দেই।
আরো পড়ুন:Gautam Pal:বায়োমেট্রিক ভেরিফিকেশনের সঙ্গে ওএমআর শিটের মূল্যায়নের কোনও সম্পর্ক নেই:পর্ষদ