চারিদিকে এখন ফুটবল আবহ!কাতার ফুটবল ফিভারে কাঁপছে গোটা বিশ্ব।এরই মধ্যে রবিবার মধ্যমগ্রামে দ্বিতীয় বর্ষ এমএলএ কাপ সূচনা হলো রাজকীয় ভাবে।রবিবার দেখা যায়,খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh) এই এমএলএ কাপের শুভ সুচনা করেন মাইকেলনগর থেকে।

খাদ্যমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,-পৌরপ্রধান নিমাই ঘোষ, পৌরপরিষদ প্রহ্লাদ দত্ত,নজরুল ইসলাম,পৌরপিতা অরূপ কুমার ঘোষ,পঙ্কজ কান্তি ঘোষ,পৌর মাতা কৃষ্ণ সেনগুপ্ত,মমতা রায় সেন,বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ,ইন্দজিৎ,দীপঙ্কর দত্ত,অমিত রায় চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।মূলত,শনিবারই ডায়মন্ড হারবারে চতুর্থ এমপি কাপ ফুটবলের উদ্বোধন করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার একদিনের মাথাতেই মধ্যমগ্রামে এমএলএ কাপ সূচনা হলো।

এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে খাদ্যমন্ত্রী বলেন,-“ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন যারা আছে তারা এই উদ্যোগটা নিয়েছে।গতবছরও করেছে।এবছরও করছে।ফুটবল খেলার একটা আলাদা উন্মাদনা আছে।”

তিনি আরো বলেন,-“আজকের প্রজন্মের ছেলেমেয়েদের খেলার প্রতি আগ্রহ বাড়বে।এটাকে কেন্দ্র করে এত ব্যবস্থাপনা।আর এই খেলায় আমাদের সমস্ত কাউন্সিলার,দলের সমস্ত কর্মী,এবং মধ্যমগ্রামের সমস্ত খেলোয়াড়রা অংশগ্রহন করে বলে ভালো লাগে।”

উল্লেখ্য,মধ্যমগ্রাম ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত বছর থেকে শুরু হয় একঝাঁক প্রাক্তন সনামধন্য ফুটবলারদের উদ্যোগে।এলাকার বিধায়ক বর্তমান মন্ত্রী রথীন ঘোষ ফুটবল সহ খেলাধুলা নিয়ে সর্বদাই সহযোগিতা হাত বাড়িয়ে দেয়।এক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি।তাই আগামী ১৭ তারিখ থেকে শুরু হচ্ছে এমএলএ কাপ।

জানা যাচ্ছে,আগামী ১৭ ই ডিসেম্বর থেকে ৪ ই জানুয়ারি পর্যন্ত হবে এই প্রতিযোগিতা।যেখানে ইমামি ইস্ট বেঙ্গল,এরিয়ান্স ক্লাব,জর্জ টেলিগ্রাফ,ক্যালকাটা কাস্টম,আসুজ রেনবো,নেতাজি ব্রিগেড উত্তরপাড়া,ইউনাইটেড এফ সি অংশ নেবে।অর্থাৎ মোট ৭টি টিম অংশগ্রহণ করবে এই খেলাতে।তাই বলাই যায়,কলকাতা মাঠের সনামধন্য খেলোয়াড়দের দেখতে মধ্যমগ্রাম বসুনগর মাঠে ১৭ ই ডিসেম্বর থেকেই মানুষের ভির উপচে পরবে।অবশ্য এই মুহুর্তে চলছে মাঠ রক্ষণাবেক্ষণের কাজ।

 

আরো পড়ুন:Bratya Basu:’টেট পরীক্ষা বানচালের চেষ্টা হচ্ছিল’ বেনজির অভিযোগ শিক্ষামন্ত্রীর