তৃণমূলের (Tmc) এক প্রভাবশালী নেতার নেতৃত্বে এবার পঞ্চায়েত কর্মীদের সাথে সার্ভে টিমদেরকে অফিসে তালা বন্ধ করে ঢুকিয়ে রেখে,দফায় দফায় বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।জানা যায়,এমনি ঘটনাটি আজ ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের বাধিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে।

মূলত,বেশ কিছুদিন আগেই অভিযোগ উঠছিল প্রধানমন্ত্রীর আবাস যোজনায় সাধারণ মানুষ ঘর পাচ্ছেন না।এরমধ্যেই নতুন অভিযোগ সামনে এলো।প্রধানমন্ত্রীর আবাস যোজনা নতুন করে যে সার্ভে লিস্ট রয়েছে,সেই সার্ভে লিস্ট থেকে অনেক গ্রামবাসীদের নাম বাদ পড়েছে বাধিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে।অভিযোগ,যারা প্রধানমন্ত্রীর আবাস যোজনার সার্ভেতে যাচ্ছেন তারা যে বাড়িতে টিভি,মোবাইল,সাইকেল এবং বিদ্যুৎ দেখছেন তাদের লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছেন।

অথচ শাসকদলের নেতার আত্মীয়দের একতোলা,দোতলা পাকা বাড়ি, জমি থাকলেও তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না।আর যাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসে ওঠেন গ্রামবাসীরা।আজ সকালে তৃণমূলের প্রভাবশালী নেতা শেখ খালেক কাজীর নেতৃত্বে বাঁধিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা।

 

আরো পড়ুন:Dilip Ghosh:মমতা বন্দ্যোপাধ্যায় ১২ বছর নাটক করে কাটালেন:দিলীপ ঘোষ