বৃহস্পতিবার দুপুরে দিল্লি থেকে কলকাতায় ফিরে এসে ফের শাসক দলকে একাধিক বিষয়ে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।হিঙ্গলগঞ্জে মুখ্যমন্ত্রীর কম্বল বিতরণ প্রসঙ্গে তিনি বলেন,-“মমতা বন্দ্যোপাধ্যায় ১২ বছর নাটক করে কাটালেন।তিনি এখনও ভাবছেন তেলেভাজা-চপ বিক্রি করবেন।স্কুলের বাচ্চাদের সঙ্গে খেলবেন।এই সব করে তো রাজনীতি হয় না।উনি আর কবে সিরিয়াস রাজনীতি করবেন?বাংলাকে দেউলিয়া করার রাস্তায় নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।এরাজ্য দেউলিয়া হয়ে গেলে কি মুখ্যমন্ত্রী সিরিয়াস রাজনীতি করবেন?”

এর সঙ্গে এদিন এনামুলকে জেরা প্রসঙ্গেও রাজ্য সরকারের সিআইডিকে তুলোধনা করেন দিলীপ ঘোষ।তিনি বলেন,”সিআইডি এতো দিন কোথায় ছিল?গোরু, বালি বা কয়লা পাচার কি আজ থেকে হচ্ছে?তাহলে এতো দিন কেন সিআইডির ঘুম ভাঙেনি?কারণ এতো দিন সিআইডি বিজেপি নেতাদের কেস দিতে ব্যস্ত ছিল।টাকা তুলে তৃণমূল নেতাদের চালান করছিল।আজ যখন সিবিআই-ইডি ময়দানে নেমেছে তখন নিজেদের বাঁচাতে নাটক করছে।”

উল্লেখ্য,বুধবার হরিদেবপুরে রহস্য মৃত্যু হয়েছে বাংলাদেশি কুখ্যাত দুষ্কৃতী নূর-উন-লতিফ নবী ওরফে তমাল চৌধুরী ওরফে ম্যাক্সর।আর এই ঘটনাকে সামনে রেখে বৃহস্পতিবার রাজ্য সরকারকে অকপট মন্তব্য করেন দিলীপ ঘোষ।বলেন,-“আমি সবসময় বলি গোটা ভারত সহ বিশ্বের সব সন্ত্রাসবাদীরা পশ্চিমবাংলাকে নিরাপদ আশ্রয়স্থল মনে করে।তাই অপরাধ করে এসে এরাজ্যে গা ঢাকা দিতে আসে।আর তাদের সেফ হোম দেয় মমতা বন্দ্যোপাধ্যায়।”

 

আরো পড়ুন:Anubrata Mondal:স্থগিত কেষ্টর দিল্লি যাত্রা!সাময়িক স্বস্তিতে অনুব্রত