ফের সাময়িক স্বস্তি পেলো অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।এখনই তাঁকে দিল্লি (Delhi) নিয়ে যেতে পারছে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি (ED)।

মূলত,গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেপ্তার করেছে ইডি। তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় তারা। এই আরজি নিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি।পাল্টা এই আর্জি খারিজের দাবি নিয়ে দিল্লি হাই কোর্টে মামলা করেন অনুব্রত। সেখানে তাঁর হয়ে সওয়াল করার কথা কপিল সিব্বলের। এদিন সেই মামলার শুনানি ছিল।

কিন্তু অনুব্রতর তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টে সাংবিধানিক বেঞ্চের শুনানিতে ব্যস্ত রয়েছেন পোড় খাওয়া আইনজীবী সিব্বল। তাই মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আরজি জানানো হয়। আদালতের তরফে ইডির আইনজীবীর কাছে জানতে চাওয়া হয়, এতে তাদের কোনও আপত্তি আছে কিনা।

ইডি জানায়, তাদের আপত্তি নেই।এরপরই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়। ফলে ৭ ডিসেম্বর অব্দি কেষ্টকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি।ততদিন আসানসোলের জেলেই থাকবেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা।

 

আরো পড়ুন:Mamata : ‘মুখ্যমন্ত্রীকে প্রমাণ করিনি’ এটা ভুল খবর বললেন শুভেন্দু